আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি মনোনিত হয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মামুন রেজা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর তাকে আগামী ৬ মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে মনোনিত করেন। তাছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনিত হয়েছেন মোহা. ওহিদুল ইসলাম ও অভিভাবক সদস্য মনোনিত হয়েছেন লাল্টু রহমান।
বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য সচিব আবুল কাশেম মোল্লা বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি পদে মামুন রেজা মনোনিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।
নতুন সভাপতি মামুন রেজা বলেন, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মামুন রেজা সভাপতি হওয়ায় সকলে অভিনন্দন জানিয়েছে।