Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০৯:৫২:১৩ পিএম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : “প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এ প্রতিপাদ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাগুরার শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র?্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পরে শ্রীকোল ফ্রুট ভ্যালীতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, ওসি তদন্ত আবু বকর, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলামসহ সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)