পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল চারা বিতরণ করা হয়েছে। ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা আবাদ এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে বিনা মূল্যে নারকেল চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি অফিসে পাইকগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০ কৃষক-কৃষাণী এবং ৫০ প্রতিষ্ঠানে পাঁটি করে ২২৫০ নারকেলের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেনের সঞ্চালনায় নারকেল চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা,কৃষক কৃষাণীবৃন্দ।