শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, গয়েশপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আফসারউদ্দি, আমলসার ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, শ্রীপুর সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, দারিয়াপুর ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, নাকোল ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবু প্রমুখ।