নিজস্ব প্রতিবেদক,মহেশপুর: মহেশপুরে কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৫৫০ কৃষকের মাঝে ৩৪৫০ নারকেলের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এ নারকেলের চারা বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, উপজেলার ৫৫০ কৃষকের মাঝে ৩৪৫০ নারকেলের চাড়া ও ১৫০০ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৬ হাজার তাল, আম, লেবু, বেল ও জামের চারা বিতরণ করা হয়েছে।