নিজস্ব প্রতিবেদক: চাঁদার টাকা না পেয়ে ঘেরের মাছ লুট ও মারপিটের অভিযোগে পিতা-পুত্রসহ ২০/২৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শার্শার পাঁচভুলট গ্রামের আব্দুল কাদেরের ছেলে নয়ন হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে।
আসামিরা হলো, পাঁচভুলট গ্রামের আব্দুল মজিদ ঢালী ও তার ছেলে মেহেরাব এবং অজ্ঞাত পরিচয়ে আরো ২০/২৫ জন।
অভিযোগে উল্লেখ করা হয়, নয়ন হোসেন ভুলট মৌজার ১০ বিঘা জমিতে ঘের কেটে দীর্ঘ বছর মাছের চাষ করে আসছেন। ওয়াজেদ আলী মাছের ঘের দেখাশুনা করেন। আসামিরা বেশ কিছুদিন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় তারা ক্ষতি করার ষড়যন্ত্র করছিল। এরপর ১৭ জুন আব্দুল মজিদ ঢালী ও তার ছেলে মেহেরাব এর নেতৃত্বে ২০/২৫ জন ঘেরে গিয়ে ওয়াজেদ আলীকে জিম্মি করে মাছ ধরা শুরু করে। এ সংবাদ পেয়ে নয়ন লোকজন নিয়ে ঘেরে গেলে আসামিরা অস্ত্রের মুখে তাদেরও জিম্মি করে। এর মধ্যে আসামিরা ঘের থেকে জাল টেনে ১শ’ মণ মাছ ধরে নিয়ে চলে যায়। যাওয়ার আসামিরা চাঁদার বাকি টাকা দ্রুত না দিলে খুন-জখম করবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।