ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় দুইজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের কুদ্দুছ ফকিরের ছেলে আশিকুল ইসলাম ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সাগর প্রামাণিকের ডাঙ্গী গ্রামের নকুল মন্ডলের ছেলে সত্য মন্ডল।
ঝিনাইদহ বিজিবির সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রফিকুল ইসলামের গোলাপ বাগানের সামনে পাকা সড়ক থেকে বিজিবির টহল দল তাদের আটক করে।
একই দিন পৃথক আরেক অভিযানে বেতবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তিন কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে এবং উদ্ধার হওয়া গাঁজার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।