কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিমোহিনী ইউনিয়নের উদ্যোগে সংগঠনের অর্থয়নে মির্জানগর গৃহহীন পরিবারের মাঝে ফুডপ্যাক (খাদ্য সামগ্রী) বিতরণ করেন। গত ২৬ জুন সকালে ইউনিয়ন টিম সদস্যসহ ওয়ার্ড দায়িত্বশীলের উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলার উলামা বিভাগের সভাপতি মাওলানা আলফাজুর রহমান, জামায়াতে ইসলামী ত্রিমোহিনী ইউনিয়নের আমীর আশরাফুল আলম , ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা আবু হুরায়রা, তারবিয়্যাত সেক্রেটারি মাষ্টার আব্দুল মোমিন , যুব বিভাগের সভাপতি ফারুক হসেন, শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সভাপতি হাফেজ আজহারুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি ইউপি মেম্বার শহিদুল ইসলাম, ইউপি সদস্য মাষ্টার আনোয়ার হোসেন সহ ইউনিয়ন টিমের সদস্যরা এবং ওয়ার্ডে দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মির্জানগর গৃহহীন ১০ টা পরিবারে ফুড প্যাকেট বিতরণ করেন। প্রতিটি ফুড প্যাকেটে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২লিটার সওয়াবি তেল, ২ কেজি পেঁয়াজ, মশুর ডাল ১ কেজি, লবণ ১.৫কেজি, শুকনা মরিচ ১০০গ্রাম।