Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে ক্রিকেট কার্নিভাল, টেস্ট স্বীকৃতির ২৫ বছর উদ্যাপন

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৬:২১:৩৬ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঝিনাইদহে আয়োজন করা হয়েছে ক্রিকেট কার্নিভাল। শুক্রবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
পরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন খুদে ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, কোচ, কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে ফিরে আসে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহমেদ নাসিম আনসারী, প্রধান ক্রিকেট কোচ ফরহাদুর রেজা মুন্না, কোয়াবের সাধারণ সম্পাদক হাসান শরিফ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য রত্না খাতুন।
এরপর শুরু হয় অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট। এতে জেলার বিভিন্ন উপজেলা ও সদর এলাকার ছয়টি দল অংশ নিচ্ছে। ছোটদের ক্রিকেট প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনভর চলে উৎসবমুখর পরিবেশে এই ক্রিকেট কার্নিভাল।
আয়োজকরা জানান, ক্রিকেটের প্রতি ছোটদের আগ্রহ বাড়ানো এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট অর্জনকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)