Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় কার্গোর ধাক্কায় সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই জাহাজ ডুবি

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ১১:১২:২৬ এম

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে লাইটার কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশু নদীর ত্রিমোহনা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান।
তিনি বলেন, কার্গো জাহাজটি ৯১৪ টন ফ্লাইঅ্যাশ নিয়ে ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে মোংলা বন্দরে যাত্রাবিরতির সময় এ ঘটনা ঘটে। তবে মোংলা বন্দরের পশুর চ্যানেল পুরোপুরি সুরক্ষিত রয়েছে। বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনাকবলিত জাহাজ এম ভি মিজান-১ এর চালক মো. শওকত শেখ বলেন, তাদের জাহাজটি পশুর চ্যানেলে অ্যাংকর করা অবস্থায় ছিল। এ সময় এম ভি কে আলম গুলশান-২ লাইটার কার্গো জাহাজটি তাদের জাহাজের ওপর উঠিয়ে দেয়। এতে তাদের কার্গো জাহাজটি ডুবে যায়।
তিনি বলেন, লাইটার জাহাজের ধাক্কায় তাদের কার্গো জাহাজের একাংশ ও তলা ফেটে নদীতে ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১০ জন স্টাফ সাঁতরে নিরাপদে তীরে উঠে আসে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের মাকরুজ্জামান সাংবাদিকদের বলেন, সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই কার্গো জাহাজটি নদীর চরে ডুবে গেলেও বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)