কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলার ভালুকঘর বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।
কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীন গ্রাম্য বাজারের নাম ভালুকঘর বাজার। এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে আজিজিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, বিভিন্ন এনজিওর অফিস রয়েছে। এই অঞ্চলটি পুরাতন ক্রাইমজোন হওয়ায় বাজারে প্রতিষ্ঠিত হয়েছিলো ভালুকঘর পুলিশ ফাঁড়ি।
স্থানীয় ইউপি সদস্য ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন জাকারিয়া দৈনিক স্পন্দনকে বলেন ভালুকঘর বাজারের পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৬৭ জন। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা করী সিনিয়র ব্যবসায়ী আব্দুর রহিম সানা দৈনিক স্পন্দন কে বলেন গত ২২ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সভাপতি পদে ২ জন প্রার্থী মোঃ লৎফর রহমান বিশ্বাস ও মোঃ মুস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী মোঃ আবুল কাশেম সরদার ও মোঃ হাসান সরদার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এই বাজার কমিটির নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।