ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার দিনব্যাপী ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিদের নিয়ে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আজিজুল হক, পেশাজীবী বিভাগের সভাপতি নজরুল ইসলাম জমাদ্দার, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, জামায়াত নেতা শেখ আঃ জলিল, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ, ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, মাস্টার মফিজুল ইসলাম, হাফেজ গাজী আলামিন, মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান মোল্যা, এএইচএম শফিউল্লাহ হাজেরী, আবুল কালাম সরদার প্রমুখ।