পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার কংগ্রেস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপ পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনা জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ পরিচালক তহিদহিন ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল হুদা, মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আলাউদ্দিন রাজা,পাইকগাছা এপি ম্যানেজার বিভুদান বিশ্বাস, কৃষক শংকর মণ্ডল।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের কৃষক-কৃষানী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।