Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চালনা পৌরসভার বাজেট ঘোষণা

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৮:৪২:৫৯ পিএম

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি: দাকোপে চালনা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ২৪ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৪২২ টাকার ২১তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ২২ লাখ ২২ হাজার ৪২২ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে  ৫০ লাখ ৩৪ হাজার ৪২২ টাকা।

রোববার সকালে সাড়ে ১০টায় পৌরসভার হল রুমে চালনা পৌরসভার প্রশাসক ও দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের  সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুলাহ আল মাহমুদ, পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার সালাম, উপ-সহকারী প্রকৌশলী রতন কুমার মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি শিপন ভুঁইয়া, সাবেক সম্পাদক মোজাফর হোসেন, ব্যবসায়ী নেতা গৌতম সাহ, জাহাঙ্গীর মোল্যা, আলামীন সানা, মাওলানা আখতার হোসেন, হাফেজ নজরুল ইসলাম, মাওলানা আ. রহমান, ক্যামেলিয়া মিতু, ফয়সাল হোসেন, মাওলানা খালিদ হাসান প্রমুখ।

এ সময় পৌরসভার ওয়াসিক ইকবাল সোহেল, নিবেদিতা মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উন্মুক্ত চালনা পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যার বিষয় তুলে সমাধানে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)