Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আইনজীবীর কাছে চাঁদাবাজির অভিযোগে মামলা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১১:৫৮:৩২ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগের পল্লব কুমার দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আইনজীবী। রোববার যশোর আইনজীবী সমিতির সদস্য নব কুমার কুন্ডু বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি পল্লব কুমার দাম যশোর শহরতলীর বিরামপুর কালিতলা এলাকার প্রদীপ কুমার দাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর আদালতপাড়ার তাসনীন প্লাজার নিচতলার তার চেম্বার। পল্লব কুমার আগে ছাত্রলীগসহ বিভিন্ন দলের নেতা ও বর্তমানে যুবদলের নেতা পরিচয়দানকারী ব্যক্তি। বেশ কিছুদিন ধরে পল্লব কুমার ও তার সহযোগীরা অ্যাডভোকেট নব কুমারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। গত ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে পল্লব কুমার ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ চেম্বারে ঢুকে নবকুমারকে মারধর করেন এবং আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি করেন। এরপর অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। জীবন বাঁচাতে পল্লব কুমারকে ২০ হাজার টাকা দেন। এরমধ্যে চিৎকারে আশপাশের লোকজন এল আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় থানায় মামলা অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)