Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৯:৩৩:১৬ এম

 

প্রেসবিজ্ঞপ্তি: নারী ক্রিকেটের বিকাশে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।

২৯ জুন রোববার বেলা ১২ টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের নারীরাও ক্রিকেটে পারদর্শী ইতোমধ্যে তারা প্রমাণ করেছে। ভালো মানের খেলোয়াড় তৈরি করতে হলে প্রাথমিক পর্যায় থেকে নারীদের ক্রিকেটে এগিয়ে আসতে হবে। নারীদের ক্রিকেটে আরও ভালো করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে নারী ক্রিকেটে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহবায়ক ড. সেলিনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসিম রেজা, সহকারী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)