Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা পৌরসভার ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ১১:১৮:২৪ এম

বাবুল আক্তার, চৌগাছা : যশোরের চৌগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
৩০ জুন সোমবার দুপুরে পৌরকার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনিম জাহান।
এ বছর পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ১শ ৭৫ টাকা। এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে, রাজস্ব খাতে ১০ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪শ ৪১ টাকা এবং ২০ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৭শ ৩৪ টাকা উন্নয়নখাতে উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসনিম জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাও.গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের সেক্রেটারী মাও. আব্দুল খালেক, পৌর বিএনপির সেক্রেটারী আব্দুল হালিম চঞ্চল, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান প্রমুখ।
পৌর প্রশাসক জানান, ‘নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, ব্রীজ কালভার্ট নির্মান, পানির লাইন স্প্রসারন, বাস টার্মিনাল নির্মান, পৌর পার্ক নির্মান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি।’ তিনি আরো বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর। এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)