কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে জসিম উদ্দীন নামে এক মাদক কারবারী আটক হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক জসিম উদ্দীন (৩৮) রঘুনাথপুর গ্রামের মরহুম আব্দুল জলিল সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ উত্তর রঘুনাথপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি জসিম উদ্দীনকে আটকের পর তার দেহ তল্লাশী করে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মাদক কারবারির নিকট থেকে জব্দ করা হয় দু’টি মোবাইল ফোন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।