কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৪শ’ ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার ৪’শ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে কাঁঠাল, বেল, নিম ও জাম গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।