Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছ বিতরণ

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০৯:৫০:১৪ পিএম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৪শ’ ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার ৪’শ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে কাঁঠাল, বেল, নিম ও জাম গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)