Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা আয়োজনে যশোরে বর্ণাঢ্য রোটারী বর্ষ উদযাপন

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৫:৪৭:০৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ রোটারি বর্ষ উদযাপন উপলক্ষে  মঙ্গলবার  যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক সম্মেলন ও   ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের জন্য দুইটি হুইলচেয়ার এবং তিনজন  অসচ্ছল ব্যক্তিকে সেলাই মেশিন প্রদান  করা হয়েছে। “ভালোর জন্য ঐক্যবদ্ধ হও “ এই স্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব  যশোর জোন এর আয়োজন করে।

বেলা ১২ টা প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়াম  প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন  যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

২৫০ শয্যা বিশিষ্ট  যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, রোটারি ইন্টারন্যাশনাল  ডিসট্রিক্ট (জেলা) ৬৪ এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাশা, কো-অর্ডিনেটর  সাইফুল্লাহ খালেদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কোঅর্ডিনেটর ( যশোর জোন) খাইরুল কবির চঞ্চলসহ  রোটারিয়ানবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে  যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

রোটারি যশোর জোন ভুক্ত ক্লাবগুলোর মধ্যে রয়েছে   রোটারি ক্লাব অব যশোর, রোটারি ক্লাব অব নোয়াপাড়া, রোটারি ক্লাব অব যশোর ইস্ট, রোটারি ক্লাব অব সাতক্ষীরা, রোটারি  ক্লাব অব যশোর সেন্ট্রাল, রোটারি ক্লাব অব যশোর মিডসিটি, রোটারি ক্লাব অব মাগুরা, রোটারি ক্লাব অব কালিগঞ্জ, রোটারি ক্লাব অফ যশোর রূপান্তর, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরা, রোটারি  ক্লাব অব যশোর ওয়েস্ট, রোটারি ক্লাব অব যশোর নর্থ, রোটারি  ক্লাব অব যশোর স্টারস, রোটারি ক্লাব  অব যশোর নকশি কাঁথা এবং রোটারি ক্লাব অব নড়াইল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)