নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছে মাসুদুল বারী- মনিরুল প্যানেল। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার দিনে শুধু এ প্যানেলের নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনের সদস সচিব ও হিসাব রক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা।
১৪ পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন সভাপতি পদে মাসুদুল বারী, সিনিয়র সহসভাপতি পদে মাসুদা আক্তার, সহসভাপতি পদে সৈয়দ মোহাম্মদ আলী, মেজবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুমন আহম্মদ, সহ সাধারণ সম্পাদক পদে ফরিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান, প্রচার সম্পাদক পদে আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক পদে টিপু সুলতান, কোষাধ্যক্ষ পদে অহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, সদস্য পদে আনছার আলী ও হাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বুধবার মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। সঠিক থাকলে বিনাপ্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনের সদস সচিব ও হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা।