নিজস্ব প্রতিবেদক: র্যালি আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঢাবি ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিডি হলে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একে অপরকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন। আলোচনা সভায় বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা গর্বিত। কারণ স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে শিক্ষা ও গবেষণায় অবদান রেখেছে। আন্দোলনের বাতিঘর হিসেবে প্রতিটি আন্দোলন সংগ্রামে এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের যশোরের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের যশোরের সেক্রেটারী ও সরকারি মহিলা কলেজের বাংলার সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, অনুষ্ঠানের আহবায়ক সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, লোক সমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সরকারি সিটি কলেজের প্রভাষক আব্দুর রহিম প্রমুখ। এর আগে র্যালি বের করা হয়।