নিজস্ব প্রতিবেদক: যশোরে সাড়ে ৫শ’ গ্রাম সোনার বারসহ আটক ময়নাল মোল্যার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। ময়নাল হোসেন মানিকগঞ্জ দৌলতপুরের চর মাস্তুল গ্রামের আজগর মোল্যার ছেলে ও ঢাকা মিরপুরের কোটবাড়ি এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ জুন যশোর ৪৯ বিজিবি ক্যাম্পের সদস্যরা শহরের নীলগঞ্জ ব্রিজের উপর থেকে নড়াইল থেকে যশোরগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহজনকভাবে ময়নাল মোল্যাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে জুতার ভিতর বিশেষ কায়দায় রাখা ৫ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫শ’৫৪ গ্রাম। এ ঘটনায় বিজিবির হাবিলদার রবিউল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মমিনুল হক আটক আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।