Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জুলাই গণহত্যার বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৫:১৬:২৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার বিচারের দাবিতে যশোর কালেক্টরেট ভবনের উত্তর পাশের বারান্দায় মঙ্গলবার সকালে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচি মাস ব্যাপী চলবে।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক হত্যাকান্ড ঘটিয়েছে। এ হত্যাকান্ডের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হল। ঐতিহাসিক দিনে এটা শুধু দাবি নয়, এর বাস্তবায়ন দেখতে চাই। গণহত্যার বিচার নিশ্চিত করে বাংলাদেশকে সঠিক জায়গায় নিতে চাই।

এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক ও গষেক বেনজিন খান, বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ, নাগরিক কমিটির সংগঠক শোয়াইব হোসেন, শহিদ রোকুজ্জামানের পিতা মতিয়ার রহমান, শহিদ সামিউর রহমানের পিতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ডালিয়া নওশীন লুবনা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)