প্রেসবিজ্ঞপ্তি: কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারাদেশে অব্যাহত খুন,ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলার পক্ষ থেকে মঙ্গলবার যশোর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ পালিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন ছাত্র নেতা ইমরান খান। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমরেড খবির শিকদার, জুলাই আন্দোলনে নেতা রাশেদ খান, রাহুল, ছাত্র ফ্রন্ট নেতা নাহিদ হাসান প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র নেতা মৃন্ময় মন্ডল।