ডুমুরিয়া প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ঘটনার প্রতিবাদে এবং ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডুমুরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমিহীন সংগঠন ও নিজেরাকরি সংস্থার আয়োজনে বুধবার সকাল ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূমিহীন সংগঠনের বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, অঞ্চল সমন্বয়ক সাহাজুল ইসলাম, সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি নিলুফার ইয়াসমিন ও ইউনিয়ন কমিটির সদস্য কমলা রায়, কিশোরী নওরিন প্রমুখ।