নিজস্ব প্রতিবেদক: যশোরে কর্মরত নারী পুলিশ সদস্যের নড়াইল লোহাগাড়ার সারুলিয়া গ্রামের বাড়িতে লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত ২৭ মে রাতে গেটের তালা ভেঙে বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নারী পুলিশ সদস্যের দেবর মারুফ মোল্যা লোহাগাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, এলাকার একটি মারামারি মামলায় নারী পুলিশ সদস্যের স্বামী কামরুল হাসান মিন্টু ও তার ভাই সাজ্জাদুর রহমান কচি কারাগারে আছে। বাড়িতে বসবাস করছিলেন মারুফ মোল্যা। গত ২৭ মে মারুফ মোল্যা সকালে প্রত্যেক রুমে ও প্রধান গেটে তালা লাগিয়ে নানা বাড়ি বেড়াতে যান। এদিন রাত পৌনে ১২ টা থেকে পরদিন ভোর রাতের মধ্যে দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেট ও রুমের তালা ভেঙে সাড়ে ৪ ভরি সোনার গহনা, ফ্রিজ, পানির পাম্প, ফ্যান, স্মার্ট টিভি, শাড়ি, থ্রিপিচ, থালা-বাটি সব কিছু লুট করে নিয়ে গেছে। মারুফ মোল্যা বাড়ি ফিরে জানতে পারেন, প্রতিপক্ষের জয় শিকদার, রফিক, রবিউল শরিফসহ অপরিচিত লোকজন এসব মালামাল লুট করে নিয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় লুট হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি লোহাগাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।