নিজস্ব প্রতিবেদক: যশোরে জমি সংক্রান্ত একটি মামলায় বদলী সাক্ষ্য দিতে এসে সাইদুর রহমান নামে এক যুবক আটক হয়েছেন। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতে এ ঘটনা ঘটে। এ সময় আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বেঞ্চ সহকারী জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সাইদুর রহমান যশোর সদরের নাটুয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, জায়গা জমি সংক্রান্ত একটি মামলার বাদী শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার জনৈক রেজাউল ইসলাম। সম্পর্কে তিনি সাইদুর রহমানের মায়ের মামা। এ মামলার প্রকৃত সাক্ষি ছিলেন ইয়াসির আরাফাত নামে এক যুবক। সাইদুর রহমানের নানার পরামর্শে বুধবার দুপুরে ইয়াসির আরাফাতের হয়ে বদলী সাক্ষ্য দিতে আসেন আদালতে। সাক্ষ্য দেয়ার সময় নামের গড়মিল পাওয়ায় আদালতের আদেশে তাকে আটক করা হয়। তখন সাইদুর রহমান স্বীকার করেন তিনি অন্যের হয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। এরপর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।