Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০১:৪৭:১২ পিএম

 

দাকোপ প্রতিনিধি: দাকোপে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় চালনা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।

দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আ. সামাদ। 

বক্তৃতা করেন উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান, কৃষক প্রতিনিধি লোচন বিশ্বাস, অনুরাধা চক্রবর্তী, উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, করুনাকান্ত সরকার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল কামরুল হাসান ভিডিও চিত্র প্রদর্শন করেন। এ ছাড়া বিষয় ভিত্তিক কৃষি কর্ণারে নানা ধরনের কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে একটি করে চুই ঝাল গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রীনা আকতার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)