Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আবারো কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ১১:০৮:৪১ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: আবারো ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীররাতে চোরেরা উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালা ভেঙে অফিসের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে। এ নিয়ে এ উপজেলার চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল।

বাদুরগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষের জানালা ও গ্রিল ভাঙা। ভেতরে আলমারি খোলা এবং সব কাগজপত্র এলোমেলোভাবে মেঝেতে পড়ে আছে। বুধবার রাতে কোন এক সময় চোরেরা বিদ্যালয়ের ব্যবহৃত প্রিন্টার, পিতলের ঘণ্টা ও চার্জার মেশিন চুরি করে নিয়ে গেছে।

তিনি জানান, উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির খবর শুনে তাদের ল্যাপটপটি  বিদ্যালয়ে না রেখে প্রতিদিন সাথে করে নিয়ে যান। এজন্য  চোরের হাত থেকে রক্ষা পেয়েছে ল্যাপটপ। বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেছেন। শুক্রবার থানায় একটি  লিখিত অভিযোগ দিবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে উপজেলার মহিষাহাটী প্রাথমিক বিদ্যালয়ে, মার্চ মাসে খড়িকাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং মে মাসে শশারপাড়া ভিটেখোলা প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ,  মাল্টিমিডিয়া ও  প্রিন্টারসহ  গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান জানান, একের পর এক প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা নিয়ে উপজেলা আইনশৃংখলা সভাতে তিনি উপস্থাপন করেছেন। শিক্ষকরা থানা পুলিশে  অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। তিনি বলেন, এসব চুরি ঠেকাতে না পারলে উপজেলার বিদ্যালয় সমূহে পাঠদান কার্যক্রমে  অচলাবস্থা দেখা দিতে পারে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম (ওসি) জানান, চুরির ঘটনাটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাকে জানিয়ে শুক্রবার লিখিত অভিযোগ দেবেন বলে জানান। অভিযোগ পেলে দ্রুতই  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)