বাঘারপাড়া প্রতিনিধি : শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব ও শহীদদের স্মরণে এতিম অসহায় ভ্যান,রিক্সা শ্রমিকদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয় । প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল জব্বার। এছাড়া সহকারি সেক্রেটারি জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হাই কর্মপরিষদ সদস্য রিয়াজুল ইসলাম, মতিউর রহমান, শ্রমিক বিভাগের সেক্রেটারি আব্দুস সালাম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাবার বিতরণের সময় জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা ও গণহত্যাকারী, সৈরাচারী, সন্ত্রাসী শেখ হাসিনার মত ভবিষ্যতে এরকম স্বৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করার সাহস না দেখায় সে ব্যাপারে হুশিয়ারি দেন । তিনি আরও বলেন- বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ এর এমপি হিসাবে অধ্যাপক গোলাম রসুল ভাইকে নির্বাচিত করলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত ও যাবতীয় সুযোগ সুবিধা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।