Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় সরকারি স্কুলে চুরির অভিযোগে  নৈশপ্রহরীসহ আটক ২, ফ্যান উদ্ধার

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ১১:০৬:৫৯ এম

 

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির সাথে জড়িত থাকার সন্ধেহে পুলিশ শুক্রবার রাতে দুইজনকে আটক করেছে। তাদের নিকট থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি সরকারি ছুটির মধ্যে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের ঘাটতি লক্ষ করেন। পরে হিসেব করে দেখতে পান, অন্তত ২৫ বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন চৌগাছা থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার (৪ জুলাই) রাতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী চৌগাছার পৌর এলাকার চানপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে সাজেদুর রহমান রকিকে (৩০) আটক করে। পরে পুলিশ চৌগাছা প্রেসক্লাব মোড় থেকে নাজমুল ইলেকট্রনিকসের মালিক নাজমুল হোসেনকে (২৮) আটক করে। এ সময় পুলিশ তাদের নিকট থেকে চুরি হওয়া ১২ সিলিংফ্যান ও স্কুলের ঘণ্টা উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, চুরি হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)