Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর হাসপাতালে জলাতঙ্ক  রোগের ভ্যাকসিন প্রদান

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ১২:৪৪:৩৫ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ৩০০ পিস অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন ছিলো না। যে কারণে বিভিন্ন প্রাণির কামড়ে আক্রান্তরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে বাইরে থেকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে। কবে নাগাদ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন বরাদ্দ দেয়া হবে, তা তিনি বলতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন দৈনিক স্পন্দনকে বলেন, হাসপাতালে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ৩০০ পিস অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে। যা ৪০০ জনকে দেয়া যাবে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে ৫ হাজার মাস্ক প্রদান করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)