মাগুরা প্রতিনিধি : লঘু চাপের প্রভাবে মাগুরায় বুধবার সকাল থেকে টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়েছে। এর ফলে বিপাকে পড়েছে কর্মমুখী মানুষ। সকাল থেকে প্রবল বর্ষণ অপেক্ষা করে শহরের অফিস, আদালত, ব্যাংক, বীমায় কর্মরত মানুষ কর্মস্থলে যায়। এ সময় বেশি বিপাকে পড়ে শিক্ষার্থীরা। প্রবল বর্ষণ অপেক্ষা করে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে দেখা যায়। শিক্ষার্থী জান্নাতুল আলম ছড়া জানান, ‘আজ আমাদের নবম শ্রেণীর পরীক্ষা রয়েছে তাই প্রবল বৃষ্টি উপেক্ষা করে বাড়ি থেকে বের হয়েছি। প্রবল বৃষ্টিতে আমাদের বাড়ির আশেপাশের রাস্তা পানিতে নিমজ্জিত হয়েছে তবুও বের হতে হবে। ’
এদিকে মাগুরার বিভিন্ন মাঠে ঘুরে দেখা গেছে চলতি আমনের ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তাছাড়া প্রবল বর্ষণে অনেক মাছের ঘের ভেসে গেছে। বিপাকে পড়েছে অনেক মৎস্য চাষী। মাগুরা সদরের কাপাসটি গ্রামের কৃষক জামির জানান প্রবল বর্ষণে তার সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।
সদরের বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক নাজিমুদ্দিন জানান আমি ইতোমধ্যে জমির পাট কাটা শুরু করেছি কিন্তু প্রবল বর্ষণে পাট কাটতে কষ্ট হচ্ছে।