Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভরণ পোষণ না দেয়ায় ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা

এখন সময়: সোমবার, ১৪ জুলাই , ২০২৫, ০৪:৪৬:৩৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: ভরন পোষণ না দেয়ায় বৃদ্ধ পিতা তার ছেলেসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন। রোববার শহরের পূর্ববারান্দী মোল্যাপাড়ার ইউছুপ আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোবাইদা গুলশান আরা অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, ইউছুফ আলীর ছেলে শফিউল আলম খোকন ও তার স্ত্রী নারগিস বেগম এবং ছেলে মেহেদী হাসান আকাশ।

মামলার অভিযোগে জানা গেছে, ইউছুফ আলীর এক ছেলে ও এক মেয়ে। ছেলে শফিউল আলম খোকন তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকে। বৃদ্ধ ইউছুফ আলী তার স্ত্রী ও এক মেয়ে নিয়ে সংসার চালাতে অক্ষম। ছেলে খোকনকে সংসারের দায়িত্ব নিতে বলায় তার উপর চরমভাবে ক্ষিপ্ত হয়। এরপর ইউছুফ আলী প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে সালিশের ব্যবস্থা করেন। গত ৭ মে সালিশে খোকনকে সংসারের দায়িত্ব নেয়ার কথা বলায় তার মেয়ে শাহানাজ পারভীনকে মারপিট করে গুরুতর জখম করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)