ফুলতলা (খুলনা) প্রতিনিধি: এবার এসএসসি পরীক্ষায় ফুলতলার মিলিটারী কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) ১১৯ পরীক্ষার্থীর মধ্যে ১১২ পরীক্ষার্থী জিপিএ ৫ এবং বাকি ৭ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২২ তম (বয়েজ শাখা) ব্যাচের থেকে ৭৬ ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে ৭৩ জন জিপিএ-৫ ও বাকি ৩ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়। ১১ তম (গালর্স শাখা) ব্যাচের ৪৩ ক্যাডেট এর মধ্যে ৪০ জন জিপিএ-৫ এবং বাকি ৪ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
এমসিএসকের ইশ্বান্বিত ফলাফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হোসেন প্রতিষ্ঠানের সভাপতি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।