ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের প্রধান গেটের সামনে এবং রেড ক্রিসেন্ট চত্বরে পৃথক স্থানে দুটি ফলজ গাছ লাগানোর মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা এনজিও সমন্বয় পরিষদের জেলা সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, সহসভাপতি গোলাম মোস্তফা স্বপন, আহসান হাবীব রনক, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক নাসের হাসান সোহাগ, প্রচার সম্পাদক চন্দন বসু মুক্ত, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক সম্পাদক তহুরা খাতুন, সমাজ কল্যাণ সম্পাদক জেসমিন আরা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল শরীফ সেন্টু, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ ।
জেলা এনজিও সমন্বয় পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ঝিনাইদহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলের গাছ লাগানো হবে বলে জানানো হয়।