চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে জয়নুর রহমান (৩০) নামের এক যুবক মারা গেছেন। তিনি পৌরসভার ব্র্যাকপাড়া এলাকার আব্দুল গনির ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, জয়নুর সকালে গরীবপুরে তার মামার বাড়িতে বেড়াতে যান। পরে দুপুরে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে মরদেহকে তার নিজ বাড়িতে নেয়া হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, জয়নুর মৃগী রোগে ভুগছিলেন।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।