নিজস্ব প্রতিবেদক : যশোরে ভাড়ায় ব্যাটারি চালিত অটো রিকসা চালানোর নামে নিয়ে তা বিক্রি করে দেয়ার ঘটনায় মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়া হযেছে। মেহেদী হাসান যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এই ঘটনায় মেহেদীর আরো দুই সহযোগীর নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তারা হলো, হাশিমপুর মধ্যপাড়ার আরাফাত হোসেনের ছেলে বাবু (২২) এবং হাশিমপুর বাজারপাড়ার রফিকুল ফারাজীর ছেলে জুয়েল হোসেন জাফর (৪০)।
শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকার রায়হান হোসেন (৩২) এজাহারে উল্লেখ করেছেন, তার ভাই নিরবের নামে বেশ কয়েকটি ব্যাটারি চালিত অটো রিকসা আছে যা তিনি পরিচলনা করে থাকেন। আসামি মেহেদী হাসান ৩/৪ মাস আগে থেকে তার কাছ থেকে একটি অটোরিকসা নিয়ে ভাড়ায় চালাতো। প্রতিদিন সে রাতে অটো রিকসা গোডাউনে রেখে দিতো এবং সকালে নিয়ে বের হতো। গত ৮ জুলাই গ্যারেজ থেকে রিকসা নিয়ে বের হয়। আর ফেরেনি। রাত ১০টার দিকে তিনি মেহেদীর মোবাইল ফোনে কল করেন এবং তা বন্ধ পান। তিনি বিষয়টি তার ভাইসহ অন্যান্যদের জানান। ১০ জুলাই খোঁজাখুজির এক পর্যায়ে হাশিমপুর বাজারে মেহেদীকে পেয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে অস্বীকার করলেও পরে জানায় আসামি বাবুর সহযোগিতায় জাফরের কাছে সে অটো রিকসাটি বিক্রি করে দিয়েছে। পরে বাবু ও জাফরের কাছে গেলে তারা পালিয়ে যায়। সে সময় পুলিশে সোপর্দ করা হয় মেহেদীকে। বাকি দুই আসামি এখানো পলাতক রয়েছে।