কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : গণঅভ্যুত্থানে নিহত শহীদদের হত্যাকারী এবং কালীগঞ্জ বিএনপি কর্মী ইউনুছ আলী ও মোহাব্বত আলী বিশ্বাসের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমাবেশে নিহত ইউনুছ হোসেনের মেয়ে জমিলা খাতুন কেঁদে কেঁদে বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। তিনি তার বাবা ও চাচা হত্যার সুষ্ট বিচারের দাবী জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
শুক্রবার বিকেলে শহরের সরকারী ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশ প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সংগ্রাম করে পতন হয়েছে। তীব্র ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাসহ তার নেতাকর্মীরা পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। আমাদের জননেতা তারেক রহমান সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে। তিনি ঘোষণা দিয়েছেন চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না। জুলাই অভুত্থানে সকল হত্যার বিচার করতে হবে। এ সময় তিনি বলেন, আমরা পুলিশকে মানবিক দেখতে চাই। কালীগঞ্জে দুই বিএনপি নেতা হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির আহব্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন. বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল, মাজহারুল আনোয়ারুল প্রিন্স, নিহত দুই বিএনপি নেতার ভাই ইয়াকুব আলী বিশ্বাস, রায়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানি, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লান্টু, ব্যবসায়ী নেতা আব্দুল আলীম, বিএনপি নেতা প্রভাষক এমএ মজিদ প্রমুখ। শেষে এক বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করেন।