Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রি-ক্যাডেট বৃত্তিতে জেলার শ্রেষ্ঠ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৮:২৪:০৩ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফলে কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি জেলার শ্রেষ্ঠস্থান লাভ করেছে। ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ এর বৃত্তি পরীক্ষায় ভূষণ শিশু একাডেমির বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন ছাত্রছাত্রীর মধ্যে ট্যালেন্টপুলে ৩, ১ম গ্রেডে ৫, ২য় গ্রেডে ১৪ ও সাধারণ গ্রেডে ২৪ জন বৃত্তি লাভ করেছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে ভূষণ শিশু একাডেমির হলরুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এ এন্ড এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রুপালীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান। 

বিদ্যালয়ের শিক্ষক জেসমিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক জামির হোসেন, হারুন অর রশিদ, অভিভাবক কাজী ঝুমা ফরহাদ, অভিভাবক মোবারকগঞ্জ রেলস্টেশনের প্রকৌশলী সাইফুল ইসলাম ও সুধীজন মনি, সদস্য সূবর্ণ সাহা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)