Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৮:১৬:১৯ পিএম

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের কালিয়া পৌরসভার কুলশুর এলাকায় প্রতিপক্ষের হামলায় জিল্লুর রহমান সরদার (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর ৯ নম্বর ওয়ার্ডের কুলশুর এলাকার হাসেম সরদারের ছেলে। পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে জিল্লুরকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর এলাকাবাসীর মধ্যকার ফুটবল খেলা চলছিল। এ সময় উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা পাশের পাচকাহুনিয়া এলাকার জিতু শেখকে (২০) আহত করে। এছাড়া জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

আহত জিল্লুরকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৭টার দিকে মারা যান। নিহত পরিবারের অভিযোগ, বাবুপুর গ্রামের শেখ বংশের লোকজন জিল্লুরকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, বাবুপুরের শেখ বংশ এবং কুলশুর গ্রামের সরদার বংশের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। গত ১৬ মে বাবুপুর জামে মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় যৌথবাহিনী একটি শর্টগান ও ১৩ রাউন্ড গুলি, তিনটি টেঁটা ছাড়াও বিভিন্ন ধরনের দেশি অস্ত্রসহ সরদার কংশের পাঁচজনকে গ্রেফতার করেছিল।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জিল্লুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)