শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: অবশেষে দীর্ঘ নয় বছর পর বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন আজ ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা সরব হয়ে উঠেছে। শরণখোলা উপজেলা বিএনপির সম্মেলনে চারটি ইউনিয়নের প্রতিটিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে ২৮৪ জন ভোটার রয়েছেন যাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত হবেন। এ সম্মেলনে সভাপতি পদে লড়াই করছেন দুইজন এরা হলেন উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান মতিয়ার রহমানের স্ত্রী বিএনপি নেতা আঞ্জুমান আরা আলো ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত। সাধারণ সম্পাদক পদে তিন জন এরা হলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন ও বিএনপি নেতা ফরিদ উদ্দিন মানিক। অন্যদিকে সাংগঠনিক পদে সাতজন এরা হলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু, ধানসাগর ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক শামীম আহমেদ বাদল, যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা কাউসার হোসেন, মহিউদ্দিন বাদল, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান ও মনিরুজ্জামান।
নির্বাচনের দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে একদিকে আলো-মিলন-বাদল পরিষদ অন্যদিকে আনোয়ার হোসেন-মোল্লা ইসহাক পরিষদ।