ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম নামের এক শিশু। ২৪ ঘণ্টা পার হলেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। নাইম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নাইম পাঁচ বন্ধু মিলে মাসলিয়া ব্রিজের ওপর থেকে ভৈরব নদে ঝাঁপ দেয়। অন্যরা সাঁতরে উঠতে পারলেও নাইম নিখোঁজ হয়। এ ঘটনার পর খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তবে নদীতে প্রচণ্ড স্রোত ও কচুরিপানার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গোসলে নেমে শিশুটি নিখোঁজ হয়েছে। উদ্ধারে কাজ চলছে।
নিখোঁজ শিশুর মা চায়না বেগম বলেন, আমি ছোট ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিলাম। নাইম বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। অনেক সময় পার হলেও সে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করি। এখনও তার কোনো খোঁজ পাইনি।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। চেষ্টা করছি, কিন্তু নদীর স্রোত ও কচুরিপানা কাজে বাধা দিচ্ছে।