শরণখোলা বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা ফজিলা বেগম (৫৫) নামে এক মহিলাকে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ১৬ জুলাই ভোর রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের গোলবুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলা ধানসাগর ইউনিয়নের বুলবুনিয়া গ্রামের বাসিন্দা মানিক গাজীর স্ত্রী ফজিলা বেগম বুধবার প্রকৃতির ডাকে সাড়া দিলে খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের পিছনের দরজা খুলে বাইরে বের হয়। হঠাৎ ঘর থেকে কিছুদূর গেলে কোনো কিছু বোঝার আগেই বিষধর একটি সাপ ফজিলা বেগমের পায়ে ছোবল মারে। এ সময় তার স্বামী মানিক গাজী দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।