নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় ২ লাখ টাকা চাঁদা না পেয়ে মুদি দোকানি আখতারুজ্জামানকে (৩২) কুপিয়ে ও হাতুড়িপোটায় জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ৯ টার দিকে উপজেলার গদখালি ইউনিয়নের বামনআলী সাইনপাড়ায় এ ঘটনা ঘটে। আহত আখতারুজ্জামান ওই গ্রামের মৃত ইব্রাহিম মোড়লের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আখতারুজ্জামান জানান, বামনআলী সাইনপাড়ার বাবুল হোসেনের দুই ছেলে সোহাগ ও শফি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদার টাকা না দেয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে বুধবার সকালে সোহাগ ও শফি হামলা চালিয়ে তাকে ও কুপিয়ে ও হাতুড়িপেটায় জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত আখতারুজ্জামান মাথা ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।