কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জুলাই-আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অলিউর রহমান অলিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, ছাত্রদল নেতা শেখ খায়রুল আলম, শেখ রবিউল ইসলাম, এস এম হাফিজুর রহমান বাবু, শেখ মোজাফফর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শেখ শাকিল হোসেন পলাশ, মহিব হোসেন, হৃদয় হোসেন, বিষ্ণুপুর ইউসুফ হোসেন, আবু তাহের, আব্দুর রহমান, ইব্রাহিম খলিল, শাফায়েল মোড়ল, ফিরোজ হোসেন, আব্দুর রহমান রাজু প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন।