ক্রীড়া প্রতিবেদক: অচিরেই শুরু হবে তারুন্যের উৎসব জাতীয় কাবাডি প্রতিযোগিতা। আসন্ন এ প্রতিযোগিতায় অংশ নেবে যশোর জেলা। সে লক্ষ্যে যশোর ছেলে ও মেয়ে কাবাডি দল গঠন করা হবে। দল গঠনে যশোর জেলার আগ্রহী খেলোয়াড়দের (ছেলে ও মেয়ে) রিপোর্টিং ২৪ জুলাই (বৃহস্পতিবার)। এদিন সকাল ১০ টায় খেলোয়াড়দেরকে সদরের উপশহর কলেজ মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরে জাতীয় আসরের জন্য খেলোয়াড় বাছাই করা হবে বলে জানান ক্রীড়া সংগঠক নিবাস হালদার। তিনি আরও জানান, রিপোটিংয়ের পর উপস্থিত খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করা হবে। সেক্ষেত্রে ১৪ জন করে প্রতি দলে (ছেলে ও মেয়ে) রাখা হবে। চূড়ান্ত ১৪ জন করে নামের তালিকা কাবাডি ফেডারেশনে পাঠাতে হবে। উল্লেখ্য,বাছাই পর্বে কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।