Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে ইসলামিয়া চক্ষু হাসপাতালের ১ম বর্ষপূর্তিতে ফ্রি চিকিৎসা

এখন সময়: রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০৪:২০:২৭ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় অবস্থিত ‘ইসলামিয়া চক্ষু হাসপাতাল’ এর প্রথম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩ শতাধিক রোগী।

রোববার (২০ জুলাই) সকাল ৮ টা থেকে রাত ৯টা পর্যন্ত মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া হাসপাতালে মেলে এ চিকিৎসা সেবা। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান ও অস্ত্রোপচার করেন।

মৌতলা ইসলামিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ ইশানের সভাপতিত্বে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক রাফেয়াত আলী, সহ-পরিচালক  সাংবাদিক আরাফাত আলী প্রমুখ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাকির হোসেন, আফছার হোসেন, বাবলুর রহমান, শেখ শামিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাসপাতালের চেয়ারম্যান, পরিচালকও সহপরিচালকসহ সংশ্লিষ্টরা গত এক বছরের সাফল্য, প্রতিকূলতা এবং সম্মিলিত প্রচেষ্টার তথ্য উপস্থাপন করেন এবং আগামীতে আরও উন্নত সেবা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)