বাবুল আক্তার, চৌগাছা: চৌগাছায় দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৩’শ কেজি পলিথিন ও ৫ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। সোমবার বিকেলে চৌগাছা শহরের চুড়িপট্রি ও প্রেসক্লাব মোড়ে আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
অভিযানের সময় পরিবেশ দূষণকারী পলিথিন বিক্রির অভিযোগে শহরের চুড়িপট্রি এলাকার দিসার স্টোরের মালিককে ২০ হাজার টাকা এবং নয়ন স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে। এ সময় দুটি দোকান থেকে প্রায় ৩’শ কেজি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।
অন্যদিকে, তিন যাত্রীবাহী বাসে ক্ষতিকর হাইড্রোলিক হর্ন থাকার কারণে তাদের ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং এসব পরিবহণ থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, ‘যেখানে দূষণ সেখানেই মিশন’ এই স্লোগান সামনে রেখে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক, পরিদর্শক জিহাদ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।